১০ জন আন্তর্জাতিক  সর্বোচ্চ গোলদাতাদের মধ্যে সুনীল ছেত্রী  কতো নাম্বারে ও মোট গোল সংখ্যা কত?? 

লেখা: দিবাকর দেবনাথ

date : 10/07/2025

১) এক  নাম্বারে ক্রিশ্চিয়ানো রোনালদো :  আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল ১৩৮ 

  ২) দুই  নাম্বারে লিওনেল মেসি  আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল ১১২

Cutout

  ৩)তিন  নাম্বারে  আলী দাই আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল ১০৮ 

৪) চার  নাম্বারে সুনীল ছেত্রী : আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল  ৯৫ 

৫)পাঁচ নাম্বারে মোখতার দাহারী : আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল  ৮৯

৬)ছয় নাম্বারে রোমেলু লুকাকু : আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল  ৮৯

৭)সাত নাম্বারে রবার্ট লেভান্ডোস্কি : আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল  ৮৫

৮)আট নাম্বারে ফেরেঙ্ক পুসকাস : আন্তর্জাতিক  গোল  সংখ্যা  হোল  ৮৪

৯)নয় নাম্বারে গডফ্রে চিতালু : আন্তর্জাতিক  গোল  সংখ্যা হোল  ৭৯

১০)দশ নাম্বারে নেইমার : আন্তর্জাতিক  গোল  সংখ্যা হোল  ৭৯