Tumi Ki Amay Bhalobasho Lyrics | তুমি কি আমায় ভালোবাসো | Nachiketa Chakraborty
Tumi Ki Amay Bhalobasho Lyrics Info :
Tumi Ki Amay Bhalobasho Song Details :
Album : Ei Besh Bhalo Aachhi
Vocal, Music And Lyrics : Nachiketa Chakraborty
Label : Saregama India Ltd
Tumi Ki Amay Bhalobasho Lyrics In Bengali :
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
যদি না বাসো, তবে পরোয়া করি না,
যদি না বাসো, তবে পরোয়া করি না,
আমি সূর্যের থেকে ভালোবাসা নিয়ে
রাঙাবো হৃদয় তার রং দিয়ে
পোষাকী প্রেমের প্রয়োজন বোধ করি না,
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
আমি তোমার জন্য সস্তা প্রেমের
নাটুকে নায়ক পারবোনা হতে পারবো না,
আমি তোমার জন্য কোনো কুমারের ধার করা
গান গেয়ে গায়ক পারবোনা হতে পারবো না।
ও যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন,
যখন আমার ঘরেতে আঁধার
নেই একফোঁটা কেরোসিন,
পাওনাদারের অভিশাপ শুনে
জেরবার হয় বুড়ো বাপ
আমিতো তখন পারবোনা খেতে
চাইনিজ বারে চাওমিন,
হেই, তুমি কি আমায় ঘৃণা করো ?
হেই, তুমি কি আমায় ঘৃনা করো ?
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না
যদি ঘৃনা করো, তবে পরোয়া করি না,
আহা বয়ে গেছে সেই ভালোবাসা ধরে
বহুতে হারানো স্বপ্নকে ছেড়ে
সবাইতো আর নিজেকে বেঁচতে পারেনা,
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
আমি তোমার দু’পায়ে আমার চেতনা স্বাধীনতা
সঁপে দিতে পারবো না দিতে পারবো না,
আমি তোমার জন্যে
আমি তোমার জন্য সবকিছু ছেড়ে
তোমার আঁচলে মুখ ঢাকা দিতে পারবো না,
আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম
আমার চলার পথের বাঁকেতে পড়ে জীবনের দাম,
যেসব মানুষ সেই দাম খোঁজে
সবকিছু জেনে সবকিছু বুঝে
মুছে দাও যদি আঁচলেতে সেইসব মানুষের ঘাম,
হেই, তবেই আমায় পেতে পারো।
হেই, তবেই আমায় পেতে পারো
যদি তাই পারো, তবে পরোয়া করি না,
যদি তাই পারো, তবে পরোয়া করি না,
জেনো তোমার জন্য ধুলোমাখা পথ
অপলকে চেয়ে জীবনের রথ
সবকিছু ছেড়ে তুমি কি আসতে পারো না?
হেই, তুমি কি আমায় ভালোবাসো?
হেই, তুমি কি আমায় ভালোবাসো ??
Tumi Ki Amay Bhalobasho Lyrics In English :
Ami tomar jonno sosta premer
Jodi ghrina koro tobe poroya korina
FAQ For Tumi Ki Amay Bhalobasho :
Tumi Ki Amay Bhalobasho is a bengali song from Ei Besh Bhalo Aachhi bengali album.
Who is the singer of Tumi Ki Amay Bhalobasho?
Tumi Ki Amay Bhalobasho is sung by Nachiketa Chakraborty.
Who is the lyricist of Tumi Ki Amay Bhalobasho?
Tumi Ki Amay Bhalobasho is written by Nachiketa Chakraborty.