Tritiyo Ripu Lyrics | তৃতীয় রিপু | Taalpatar Shepai

Tritiyo Ripu Song Info :
Tritiyo Ripu Song Details :
Composition And Vocal : Pritam Das
Lyrics : Kritee Roy
Guitar And Ukulele : Suman Ghosh
Recordist : Saibal Karmakar
Director : Ayan Sil
Dop : Sasmit Bagchi
AD : Aritra Bhattacharya And Kaustav Das
Vfx : Rahul Mitra
Gaffer : Ashutosh Saha
Production Designer : Nayan Sil
Costumes : Nibedita Sil
Line Producer : Biprajit SIl
Produced By : Taalpatar Shepai And Digital Nerve
Tritiyo Ripu Lyrics In Bengali :
বনভূমি পথঘাট,
আধো ঘুমে আলো নিভিয়ে রেখেছে
জোনাকির তল্লাট।
ঝিমু দোল খেয়ে গরুর গাড়িটি
বাঁক নিলো মেঠো পথে,
জেগে আছে বধূ আঁচল আড়ালে
ঘুম মুছে কোনওমতে।
দুলকি চালে চলছে গাড়ি
ব্যস্ততারা বাদ,
কাজলা দিদির বাঁশবাগানে
রূপোর মতো চাঁদ।
রু রু রুরুরু..
আড়াল টেনে যাচ্ছে বধূ
না জানি কোন দেশে,
প্রহরী দুই লালকমল আর
নীলকমলের বেশে।
রহস্য এক বাক্স কোলে
সাধারণ সে তো না,
আলপনা তার হীরে মানিক
জাফরি কাজে বোনা ..
আগলে তাকে চলছে বধূ
সতর্ক সে খুব,
মাঝপথে তাও ক্লান্তি এসে
দু’চোখ ঘুমে ডুব।
রু রু রুরুরু ..
রইলো জেগে চালক শুধু
সুযোগ পাওয়ার ছলে,
ঘুম নামলেই বাক্স কেড়ে
পালিয়ে যাবে বলে।
গভীর ঘুমে অতল বধূ
বাক্স নিয়ে দৌড়..
ছুটতে ছুটতে বনের ভেতর
নিবিড় গহন পুর..
বাক্স কেড়ে খুলতে গিয়েই
বিপদ গোনে প্রহর,
বদলে গিয়ে বিরাট কায়া
ছোট্ট একটি মোহর।
আড়মোড়াতে উঠলো বধূ
মায়াবী ঘোর থেকে,
সোনার নূপুর বাজিয়ে গেল
বনের পথে বেঁকে।
ঠিক সেখানেই আসলো হেঁটে
বাক্স পড়ে একা,
তার দু’ঠোঁটে তির্যক এক
হাসির রেখা আঁকা।
বুঝলো ঠিকই ঘটেছে কী
চেনা ছকের ফাঁদ,
রহস্যময়ী আসছে মৃদু
সঙ্গী ফালি চাঁদ।
উড়িয়ে দিলো শান্ত আঁচল
দামাল হাওয়া কোনও,
তৃতীয় রিপু কাউকে ক্ষমা
করেনি কক্ষনও,
তৃতীয় রিপু কাউকে ক্ষমা
করেনি কক্ষনও ..
Tritiyo Ripu Lyrics In English :
bonobhumi pothghat
Aadho ghume aalo nibhiye rekheche
Jonakir tollat
Jhimu dol kheye gorur gariti
Bank nilo metho pothe
Jege ache bodhu anchol arale
Ghum muche konomote
Dulki chaale cholche gari
Bestotara baad
Kajla didir banshbagane
Ruper moto chand
Aral tene jacche bodhu
Na jani kon deshe
Prohori dui laalkomol aar
Neelkomoler beshe
Rohosshyo ek baksho koley
Sadharon se toh na
Aalpona taar hire manik
Jafri kaaje bona
Aagle taake cholche bodhu
Sotorko se khub
Majhpothe taao klanti eshe
Duchokh ghume doob
FAQ for Tritiyo Ripu :
Which band performed the song Tritiyo Ripu?
Tritiyo Ripu bengali song performed by Taalpatar Shepai.
Who is the singer of Tritiyo Ripu?
Tritiyo Ripu is sung by Pritam Das.
Who is the lyricist of Tritiyo Ripu?
Tritiyo Ripu is written by Kritee Roy.