Raat Jaga Golpo Lyrics | রাত জাগা গল্প | Anwesshaa | Barenya Saha

Raat Jaga Golpo Lyrics | রাত জাগা গল্প | Anwesshaa | Barenya Saha

Song: Raat Jaga Golpo
Singer :  Anwesshaa / Barenya Saha
Languge: Bengali

Raat Jaga Golpo Lyrics in English

তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।

তুমি রাত জাগা গল্প হও
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।

যেখানে সব কথারা শেষ
সেখানে তোমায় পেলাম।
যেখানে মন যায় অকারণ
আজ থেকে তোমার হলাম।

তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।

তুমি আবছা রাতের রংমশাল
খুব কাটছে ভালো দিনকাল,
যা বাকি ছিল সবই তো দিলাম।।

চেনা সুর কথা হোক
হাতে হাত চোখে চোখ,
মন আমারি হলো ঘুড়ি কোনো দেশে।

যদি আলো নিভে যায়
যদি চোখ ভিজে যায়,
তবু দুজনে যাবো ভেসে ভেসে।

তুমি আমি মন জলে
পাশাপাশি কোনো নৌকো ভাসালাম।
যত কিছু পেয়েছি, হতে চেয়েছি
শুধু তোমারি চেনা নাম ..

তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।

তুমি রাত জাগা গল্প হও
ঝরা পাতার মত নিস্বঃ নও,
আমি তোমার ছায়ায় গা ভাসালাম।

যেখানে সব কথারা শেষ
সেখানে তোমায় পেলাম।
যেখানে মন যায় অকারণ
আজ থেকে তোমার হলাম।

তুমি আমার অভিমান
চেনা সুরে লিখে পাঠালাম,
যত না বলা কথার উড়োখাম।।

Raat Jaga Golpo Lyrics in English

TUmi amar obhimaan
Chena sure likhe pathalam
Joto na bola kothar urokham
Tumi raat jaga golpo hou
Jhora patar moto nissho nou
Ami tomar chayay gaa bhasalam

Jekhane shob kothara shesh
Sekhane tomay pelam
Jekhane mon jaay okaron
Aaj theke tomar holam

Tumi aabcha raater rongmoshal
Khub kaatche bhalo dinkal
Jaa baki chilo sobi toh dilam

Chena sur kotha hok
Haate haat chokhe chokh
Mon amari holo ghuri kono deshe

Jodi aalo nibhe jaay
Jodi chokh vije jaay
Tobu dujone jabo bhese bhese
Tumi ami mon jole
Pashapashi kono nouko bhasalam
Joto kichu peyechi hote cheyechi
Shudhu tomari chena naam

Leave a Comment