Sudhu Tumi Lyrics | শুধু তুমি | Snigdhajit Bhowmik Song
Singer : Snigdhajit Bhowmik
Languge: Bengali
Sudhu Tumi Lyrics
দুজনে হারাবো,
যেখানের নেই কোনো ঠিকানা
এমন দেশে যাবো।
হাত ধরে হয়তো কোনোদিন
দুজনে হারাবো,
যেখানের নেই কোনো ঠিকানা
এমন দেশে যাবো।
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে,
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে,
আমি তোমার বুকে মিশে রবো,
আমি তোমার বুকে মিশে রবো।
যে কথা না বলা ছিল
আজ বলতে শুধু দে,
মনের রঙ্গে তোর ছবিটা
আঁকতে শুধু দে,
নিয়ে কিছু কথা কলি
গান বাঁধবো বলে আজ,
ইচ্ছে গুলো উড়ান দিলো
উড়তে তাকে দে।
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে,
শুধু তুমি থেকো পাশে
যদি সন্ধ্যে নেমেও আসে,
আমি তোমার বুকে মিশে রবো,
আমি তোমার বুকে মিশে রবো,
আমি তোমার বুকে মিশে রবো।
Sudhu Tumi Lyrics
Dujone harabo
Jekhaner nei kono thikana
Emon deshe jabo
Shudhu tumi theko pashe
Jodi sondhey neme ashe
Ami tomar buke mishe robo
Je kotha na bola chilo
Aaj bolte shudhu de
Moner ronge tor chobita
Ankte shudhu de
Niye kichu kothakoli
Gaan bandhbo bole aaj
Icche gulo uran dilo
Urte taake de
Sudhu tumi theko pashe
Jodi sonddhe neme ashe
Ami tomar buke mishe robo
Song Name : Sudhu Tumi
Singer : Snigdhajit Bhowmik
Composition And Lyrics : Rajat Ghosh
Music Production : Allapp Sardarh
Cinematography And Edit : Dip Ghosh And Shivam Karmakar
Photography And coordination : Subhajit Raha