Sabuj Pahar Dake Lyrics | সবুজ পাহাড় ডাকে | Nirmala Mishra

 Sabuj Pahar Dake Lyrics | সবুজ পাহাড় ডাকে | Nirmala Mishra

Song: Sabuj Pahar Dake
Singer : Nirmala Mishra
Languge: Bengali

 

 

Sabuj Pahar Dake Lyrics

ওহো হো হো ও.. আ আ আহা ..
ও হো.. ও হোহো হো.. আ আ ..

সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়,
সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়,
বাঁশী নিয়ে আয়রে হাসি নিয়ে আয়
বাঁশী নিয়ে আয়রে হাসি নিয়ে আয়।
আজ কেউ কি ঘরে থাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়।।

বন্ধ দুয়ার খোল এ শোনরে ওরে শোন
অন্ধকারের বুকে আলোর কলরোব,
আলোর কলরোব,
মনপাখিকে এমন করে কেউ কি ধরে রাখে
মনপাখিকে এখন পড়ে কেউ কি ধরে রাখে।

আজ কেউ কি ঘরে থাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়,
বাঁশী নিয়ে আয়রে হাসি নিয়ে আয়
বাঁশী নিয়ে আয়রে হাসি নিয়ে আয়,
আজ কেউ কি ঘরে থাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়।।

অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো,
ও, অনেক দিনের দুঃস্বপ্নের রাত্রি ফুরালো
যৌবনে আজ ডুব দিয়ে প্রাণ জীবন উড়ালো,
অন্তবিহীন সুরে ধরনা ওরে গান
ছন্দ ঝরা দিনে কিসের অভিমান,
কিসের অভিমান,
চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে
চন্দ্র সোনা ভাঙা মেঘে ওই তো ছবি আঁকে।

আজ কেউ কি ঘরে থাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়,
সবুজ পাহাড় ডাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়,
বাঁশী নিয়ে আয় রে হাসি নিয়ে আয়
বাঁশী নিয়ে আয় রে হাসি নিয়ে আয়।
আজ কেউ কি ঘরে থাকে আয়রে ছুটে আয়
এই শ্যামলা পথের বাঁকে আয়রে ছুটে আয়।
ওহো হো হো .. আ আ ও ও আ আ ..

Sabuj Pahar Dake Lyrics 

 
Sobuj pahar daake aayre chute aay
E shyamla pother banke aay re chute aay
Banshi niye aay re hasi niye aay
Aaj keu ki ghore thake aayre chutey aay
E shyamla pother bake aay re chute aay

Bondho duyar khol e shonre ore shon
Ondhokarer buke aalo kolorob
Aalor kolorob
Mon pakhike emon kore keu ki dhore rakhe
Aaj keu ki ghore thake aayre chutey aay
E shyamla pother bake aay re chutey aay

Onek diner duhshopner raatri furalo
Joubone aaj doob diye praan jibon uralo
Antobihin sure dhorna orey gaan
Chondo jhora dine kiser obhimaan
Kisher obhimaan
Chandra sona vanga meghe oi toh chobi anke
Aaj keu ki ghore thake aye re chute aay
E shyamla pother bake aye re chutey aay 

 
 
 
Sabuj Pahar Dake Lyrics by Nirmala Mishra. Music Composed by Bhupen Hazarika. Sabuj Pahar Dake Song Lyrics Written by Shibdas Banerjee. Sobuj Pahar Dake Cover Version Song Is Sung by Anweshaa Dutta Gupta 
 
Sabuj Pahar Dake Song Details :

Song Name : Sabuj Pahar Dake
Singer : Nirmala Mishra
Lyrics : Shibdas Banerjee
Music : Bhupen Hazarika
Label : Saregama India Limited

Leave a Comment