Kaindo Na Kaindo Na Go Rai Lyrics | কাইন্দ না কাইন্দ না গো রাই | Madol Band
Mandal, Trisha Majumder, Shreya Naskar, Dattatriya
Ghoshal, Pampa Mistry
Kaindo Na Kaindo Na Go Rai Lyrics
কাইন্দ না কাইন্দ না গো রাই,
ধৈর্য ধরো অন্তরায়
তুমি ধৈর্য ধরো অন্তরায়,
শ্যাম আনিতে যাব মথুরায়
আমি শ্যাম আনিতে যাব মথুরায়।
কাইন্দ না কাইন্দ না গো রাই
কাইন্দ না কাইন্দ না গো রাই,
ধৈর্য ধরো অন্তরায়
তুমি ধৈর্য ধরো অন্তরায়,
শ্যাম আনিতে যাব মথুরায়
আমরা শ্যাম আনিতে যাব মথুরায়।।
ধৈর্য ধরো রাইকিশোরী
ছেড়ে গেছে বংশীধারী,
কার কুঞ্জেতে সুখে দিন কাটায়।
ধৈর্য ধরো রাইকিশোরী
ছেড়ে গেছে বংশীধারী,
কার কুঞ্জেতে সুখে দিন কাটায়।
আমি পাইলে শ্যাম কে জিজ্ঞাসিব গো
আমি পাইলে শ্যাম কে জিজ্ঞাসিব,
ভুলে রইলা কার কথায়
তুমি ভুলে রইলা কার কথায়,
শ্যাম আনিতে যাব মথুরায়
আমরা শ্যাম আনিতে যাব মথুরায়।।
মদনমোহন বংশীবাদন
অন্তর করিল হরণ,
কেন তার এই লীলার বিদায়।
মদনমোহন বংশীবাদন
অন্তর করিল হরণ,
কেন তার এই লীলার বিদায়।
ওরে কুব্জানারী শ্যাম কে পাইয়া গো
ওরে কুব্জানারী শ্যাম কে পাইয়া,
ভুলাইল কোন ছলনায়
তারে ভুলাইলো ছলনায়,
শ্যাম আনিতে যাব মথুরায়
আমরা শ্যাম আনিতে যাব মথুরায়।।
প্রেমপত্র যাবো লইয়া
বলবো শ্যামকে বুঝাইয়া,
রাধারাণীর কি হইব উপায়?
প্রেমপত্র যাবো লইয়া
বলবো শ্যামকে বুঝাইয়া,
রাধারাণীর কি হইব উপায়?
ওরে দূরবীন সাঁই কয় ভাবে বুঝি গো
ওরে দূরবীন সাঁই কয় ভাবে বুঝি,
আসবে তোমার শ্যামরায়
আরে আসবে তোমার শ্যামরায়,
শ্যাম আনিতে যাব মথুরায়
আমরা শ্যাম আনিতে যাবো মথুরায়।।
কাইন্দ না কাইন্দ না গো রাই
কাইন্দ না কাইন্দ না গো রাই,
ধৈর্য ধরো অন্তরায়
তুমি ধৈর্য ধরো অন্তরায়,
শ্যাম আনিতে যাবো মথুরায়
আমরা শ্যাম আনিতে যাব মথুরায়।।
Kaindo Na Kaindo Na Go Rai Lyrics
Song Name : Kaindo Na Kaindo Na Go Rai
Lyrics : Durbin Shah
Artist : Madol Folk Band (Dr. Rita Saha, Rishika
Mandal, Trisha Majumder, Shreya Naskar, Dattatriya
Ghoshal, Pampa Mistry)
Music Direction : Dr.Tapan Roy
Music Arrengment : Roket Mondal
Chorus Vocal Symphony : Aruna Naskar, Debalina Sinha Roy,
Anwesha Ganguly, Arpita Dey, Mousumi Ganguly & Sheuli Biswas.
Recordist : Gautam Debnath
Label : SVF Devotional