Geetabitaner Dibbi Lyrics | গীতবিতানের দিব্যি | Kolkata Chalantika
Geetabitaner Dibbi Lyrics | গীতবিতানের
Geetabitaner Dibbi Lyrics
তুমি ভাগোয়া ধরলে একতারা হব
তুমি ভাগোয়া ধরলে একতারা হব
কৃষ্ণ চাইলে বাঁশি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি ..
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হব।
সন্ধ্যাবেলা বাড়ি ফিরলে
পা ধোয়ার জল,
বন্ধু মহলে তর্ক হলে যুক্তি অর্নগল,
বিদেশ ঘোরা পাখি চাইলে
পরিযায়ী হব আমি,
সাঁতরাগাছি চিলকা যাব
ডানায় পাগলামি,
রাতের খোলা চাঁদ চাইলে ..
আমি চাঁদ চাঁদচতুর্দশী,
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো।
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি,
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী,
হিমু চাইলে হুমায়ুন হব
নিজেকে চাইলে আরশি,
আমি তোমার মীরা
সনাতন দেবদাসী,
জ্বরের সময় চুমু হয়ে
কপালে নেমে আসি ..
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
গীতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হবো
কৃষ্ণ চাইলে বাঁশি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
গীতবিতানের দিব্যি তোমায়
ভীষন ভালোবাসি,
তুমি ভাগোয়া ধরলে একতারা হব।
Geetabitaner Dibbi Lyrics
Krishno chaile banshi
Gitabitaner dibbi tomay
Bhishon bhalobashi
Sandhya bela bari firle
Pa dhoyar jol
Bondhu mohole torko hole
Jukti anorgol
Bidesh ghora Pakhi chaile
porijayi hobo ami
Satragachi chilka jabo
Daanay paglami
Raater khola chand chaile
Ami chand chaturdoshi
Gitobitaner dibbi tomay
Vishon Valobashi
Himu chaile humayun hobo
Nijeke chaile arshi
Ami tomar meera Sanatan debdasi
jwar er somoy Chumu hoye
kopale neme ashi
Gitabitan er dibbi tomay
Vishon Valobasi
Geetabitaner Dibbi Song Details :
Song Name : Geetabitaner Dibbi
Film Name : Kolkata Chalantika
Singer : Pritha Chatterjee
Lyrics : Pavel
Music Composer : Ranajoy Bhattacharjee
Song arranged And produced by : Ranajoy Bhattacharjee
Mixing and mastering : Anirban Ganguly
Directed By : Pavel
Produced By : Satadru Chakraborty
DOP : Subrata Mullick
Baba Bhootnath Entertainment Presents
Label : Times Music Bangla