O Poran Bandhuya Lyrics | ও পরান বন্ধুয়া | Shohag
ও পরান বন্ধুয়া লিরিক্স
কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে
ও পরান বন্ধুয়া (২)
ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না
কাছে থাকো না দূরে যাইও না (২)
লাল চুড়ি হাতে নুপুর ও পরে
নেবো যে তোরে আলতা রাঙা পায়ে
তোর লাগি পরান আমার একা একা কান্দে
কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে
ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না
কাছে থাকো না দূরে যাইও না
রেশমী চুলের খোঁপায় আমি
গোলাপ গেথে দিতাম
চাঁন্দের আলোয় নিভে যেত
তোমার হাসির ছায়ায়
যাইও না বন্ধুয়া
পরানের বন্ধুয়া (২)
তোর লাগি পরান আমার একা একা কান্দে
কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে
লাল চুড়ি হাতে নুপুর ও পরে
নেবো যে তোরে আলতা রাঙা পায়ে
ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না
কাছে থাকো না দূরে যাইও না
নদীর ধারে তুমি যখন আসতে
এলো চুলে
তোমরা আঁচল ছুঁয়ে যায় যখন
আমার মন আকাশে
যাইও না বন্ধুয়া
পরানের বন্ধুয়া (২)
তোর লাগি পরান আমার একা একা কান্দে
কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে
ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না
কাছে থাকো না দূরে যাইও না
লাল চুড়ি হাতে নুপুর ও পরে
নেবো যে তোরে আলতা রাঙা পায়ে
তোর লাগি পরান আমার একা একা কান্দে
কোথায় যেন সে লুকিয়ে আছে গহীন বনে
লাল চুড়ি হাতে নুপুর ও পরে
নেবো যে তোরে আলতা রাঙা পায়ে
ও পরান বন্ধুয়া আমায় ভুই লো না
কাছে থাকো না দূরে যাইও না
O Poran Bandhuya Lyrics
Kothay jeno se lukiye achhe gohin bone
O poran bandhua
Amay bhuilona kachhe thako na dure jaiyo na
Laal churi haate nupuro pore
Nebo je taare alta ranga paaye
O Poran Bandhuya Song Information
Movie/album: Rokto Alta Paye
Singer : Shohag
Music: Shohag
Song Lyricist: Shohag
Music Label: CD Zone Music
Release On: 21 August 2019