Haajar Bichhana Lyrics | হাজার বিছানা লিরিক্স | Rupam Islam
হাজার বিছানা লিরিক্স
শুধু বদলাও হাজার বিছানায়
কীসের সান্তনা খুঁজে বেড়াও ?
কোন লজ্জায় বহু ব্যবহৃত
ঠোঁটে হাসি রেখেছ এঁকে
হারিয়েছ কি নিরুদ্দেশের ঠিকানাটাও। (x2)
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়..
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
একদিন শেষ হয়ে যাবে সব
শেষ হবে লোক ঠকানোর উৎসব
যা তুমি ভাবছো আজ অসম্ভব
কাল হবে।
সেই ফেলে আসা ফিরে আসার পথ
আর ছুড়ে ফেলা কোনও শপথ
অনুশোচনার আঁচে জেগে রাত
সকাল হবে।
রঙ পালটে নেবে গিরগিটি
বিপ্লব শুধু ভ্যানিটি
পাইকারি এই কারবারে বারেবারে।
ওও দাঁড়িয়ে আছে জিপসি ক্যারাভ্যান
যাব as soon as I can
বৃথা উদ্ভিদ ঘর বাড়িতে রাত বাড়ে..
তোমাকে দেখলে এখন কিছুটা কষ্ট হয়
তোমাদের মিথ্যের দুনিয়াটা শুধু স্পষ্ট হয়
এভাবেই, সব সম্ভাবনাই যদি নষ্ট হয়
অচিরেই শেষ হবে পৃথিবী তুমি কি সেটাই চাও।
একদিন শেষ হয়ে যাবে সব ….
Haajar Bichhana Lyrics
Sudhu bodlao Haajar bichhanay
Kisher santona khuje…berao
Kon lojjay bohu bebohrito
Thote hasi rekhecho enke
Hariecho ki nurudesher thikana tao
Tomake dekhle ekhon kichuta koshto hoy
Tomader mithher duniyata sudhu sposto hoy…
Evabei sob sombhabonai jodi noshto hoy
Ochirei sesh hobe prithibi tumi ki setai chao ?
Ekdin sesh hoye jabei sob
Sesh hobe lokh thokanor utshob
Ja tumi vabcho aaj asombhob
Kal hobe
sei fele asha fire ashar poth
Aar chure fela kono shopoth
Onusochona ar ache jege raat
Sokal hobe
Rong palte debe girgiti,
biplab shudu vanity,
paikaari ei karbaare, baare baare,
o o Dariye ache gypsy caravan,
jaabo as soon as I can,
Bretha udh bhid gorbhare, ei te raat baare
Tomake dekhle ekhun kichuta koshto hoy,
Tomader mithther duniya ta shudhu spostho hoy,
Ei bhabei, shob sombhabonai jodi noshto hoy,
Ojeerei shesh hobe prithibi tumi ki shetai chao
Ek din shesh hoye jabe shob,
Bengali Album, Haajar Bichhana bengali Lyrics In Bengali
Written by Rupam Islam ,Same Song Is Cover by Many Various Artists .
Info About “ Haajar Bichhana ” song :
Singer : Rupam Islam
Album Name : Fossils 4
Hari Na Lyrics
স্বপ্নের বিছানাতে
আমার লক্ষ্য যাচ্ছে ঘেঁটে,
দেয়ালে ছায়ামূর্তি,
রোগা, মোটা, লম্বা, বেঁটে।
চিনতে পারিনা, চিনতে পারিনা
চিনতে পারিনা, চিনতে পারিনা।