Bolo Bolo Bolo Sobe Lyrics | বল বল বল সবে | Independence Day Song

Bolo Bolo Bolo Sobe Lyrics | বল বল বল সবে | Independence Day Song  

Song: Bolo Bolo Bolo Sobe
Singer : Antara Chowdhury and Kids
Languge: Bengali
 

Bolo Bolo Bolo Sobe Lyrics

বল বল বল সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।
ধর্মে মহান হবে, কর্মে মহান হবে
নব দিনমণি উদিবে আবার
পুরাতন এ পুরবে।

আজো গিরিরাজ রয়েছে প্রহরী
ঘিরি তিনদিক নাচিছে লহরী,
যায়নি শুকায়ে গঙ্গা গোদাবরী
এখনও অমৃতবাহিনী।
প্রতি প্রান্তর, প্রতি গুহাবন
প্রতি জনপদ তীর্থ অগুনন,
কহিছে গৌরব কাহিনী।

বলো বলো বলো সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।

বিদুষী মৈত্রেয়ী খনা লীলাবতী
সতি সাবিত্রী সীতা অরুন্ধতী,
বহু বীরবালা বীরেন্দ্র-প্রসূতি
আমরা তাঁদেরই সন্ততি।
অনলে দহিয়া রাখে যারা মান
পতি-পুত্র তরে সুখে ত্যাজে প্রাণ
আমরা তাঁদেরই সন্ততি।

বলো বলো বলো সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।

ভোলেনি ভারত, ভোলেনি সে কথা
অহিংসার বাণী উঠেছিল হেথা,
নানক, নিমাই করেছিল ভাই,
সকল ভারত নন্দনে।
ভুলি ধর্ম-দ্বেষ, জাতি-অভিমান
ত্রিশকোটি দেহ হবে এক প্রাণ,
একজাতি প্রেম-বন্ধনে।

বোলো বোলো বোলো সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।

মোদের এ দেশ নাহি রবে পিছে
ঋষি-রাজকুল জন্মেনি মিছে,
দু’দিনের তরে হীনতা সহিছে
জাগিবে আবার জাগিবে।
আসিবে শিল্প ধন-বাণিজ্য,
আসিবে বিদ্যা বিনয়-বীর্য,
আসিবে আবার আসিবে।

বলো বলো বলো সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।

এস হে কৃষক কুটির-নিবাসী
এস অনার্য গিরি-বনবাসী,
এস হে সংসারী, এস হে সন্ন্যাসী
মিল হে মায়েরও চরণে।
এস অবনত, এস হে শিক্ষিত
পরহিত-ব্রতে হইয়া দীক্ষিত,
মিল হে মায়ের চরণে।
এস হে হিন্দু, এস মুসলমান
এস হে পারসী, বৌদ্ধ, খৃষ্টিয়ান্,
মিল হে মায়ের চরণে।

বলো বলো বলো সবে
শত বীণা বেনু রবে,
ভারত আবার জগত সভায়
শ্রেষ্ঠ আসন লবে।

Bolo Bolo Bolo Sobe Lyrics 

 
 Bolo bolo bolo sobe
Shoto bina benu robe
Bharat abar jogot sobhay
Sreshtho ason lobe
Dhorme mohan hobe korme mohan hobe
Nobo dinomoni udibe abar
Puraton e purobe
 
 
 
Bolo Bolo Bolo Sobe Independence Day Special Bengali Song Lyrics Written by Atul Prasad Sen. Bolo Bolo Bolo Shobe Song Is Sung by Antara Chowdhury and Kids.
 
 Bolo Bolo Bolo Sobe Song InFo :
 
Song : Bolo Bolo Bolo Sobe
Singer : Antara Chowdhury and Kids
Writer : Atul Prasad Sen
Lyrics : Traditional
Label : Atlantis Music
 

Leave a Comment