Amader Gaan Lyrics | আমাদের গান | Independence Day Bengali Song
Jayati Chakraborty And Iman Chakraborty

Amader Gaan Lyrics
গান :
মাটি আর রঙে মিলেমিশে ফের
প্রতিমা বানাতে পারি,
আলোরবেণুতে জেগে ওঠো ভোর
আমাদের ঘরবাড়ি।
তোমার আলোয় আমার আলো
দেখবো ঈশান কোনে,
তোমায় ছাড়া বৃথা মা গো
ফেরার আয়োজনে।
আমাদের গান.. আমাদের গান..
হুঁ.. আমাদের গান।।
শিরায় শিরায় প্রলয়ের পাখি
ডানায় আগুন আজ,
আহত শিকড়ে নিজেকেই পুঁতে
হয়ে যেতে পারি গাছ।
সাঁতরে আমি এসেছি যতটা
যাবো তার চেয়েও দূরে,
তোমার আকাশে তোমার বাতাসে
বুক ভরা রোদ্দুরে।
আমাদের গান.. আমাদের গান..
হুঁ.. আমাদের গান।।
কবিতা :
আঁচল ভরা শস্য তোমার
তৃষ্ণা ভরা জল,
তোমার মায়ায়, তোমার ছায়ায়
স্নিগ্ধ করতল।
অন্ধকারের সাত-সীমানায়
আলোয় আলো তুমি,
নাড়ীর টানে জড়িয়ে রাখো
আমার জন্মভূমি।
নিজের রক্তে দাও এঁকে দাও
যুদ্ধ জয়ের টিকা,
স্বপ্নে আমার মুগ্দ্ধ স্বদেশ
মাতৃকা, মাতৃকা, মাতৃকা।।
গান :
আমি আমি করে জুড়েছি আমরা
নাড়িতে আদিম টান,
দুধে-ভাতে তুমি ভালো থেকো আজ
আমাদের সন্তান।
জোৎসনার দেশে আমাদের গান
একই সে হৃদয় জুড়ে,
যেকোনো শর্তে উঠবে চাঁদ
বিসমিল্লাহর সুরে।
আমাদের গান.. আমাদের গান..
হুঁ.. আমাদের গান।।
“আলোয় ফেরা স্বাধীনতা ভালোয় ফেরা গানে
এক পৃথিবী স্বপ্ন বাঁচুক.. মায়ের পিছুটানে”
Amader Gaan Lyrics
Protima banate pari
Aalorbenute jege otho bhor
Amader ghorbari
TOmar aaloy amar aalo
Dekhbo ishan kone
Tomay chara britha maa go
Ferar ayojone
Amader gaan..
Singer : Lopamudra Mitra, Subhamita Banerjee,
Jayati Chakraborty And Iman Chakraborty
Recitation : Bratati Bandopadhyay
Lyrics & Poetry : Rajib Chakraborty
Music Composition : Ashu Chakraborty
D.o.p : Subhadeep Bag & Joy Kar
Recording Mixing & Mastering : Soumen Paul
Label : Asha Audio