Pari Na Lyrics | পারি না লিরিক্স

Pari Na Lyrics | পারি না লিরিক্স   | Anupam Roy | Bhootchakra Pvt Ltd

Song: Pari Na
Singer: Anupam Roy
Languge: Bengali

Pari Na Lyrics in Bengali

এতদিন দূর থেকে দেখেছি
কাছে এসে হাত যেই রেখেছি,
হয়তো মানুষেরই মতো
ব্যবহারে সংযত
এ শরীরে হৃদয় আছে কি?
আমি ক্রমশ গেছি ঘেঁটে
তাই ভালোবাসার গেটে
মুখ নিচু করে দাঁড়িয়ে আছি।

কেন পারিনা,
আমি রাত জেগে করি পায়চারি না,
আমি হোতে চাই ঘোর সংসারী না,
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না,
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না।

কত কিছু চোখে যেন পড়ে না
ছায়ার সঙ্গে কুস্তি কেউই লড়ে না।
ভালোবেসে ফেলে বোকামি
তাই ভাবি বসে আমি
এ শরীরে হৃদয় আছে কি?
ছিলাম নিরীহ বঙ্গবাসী
উড়ে এলো সাঁড়াশী
এটা স্বপ্ন না রিয়ালিটি।

কেন পারিনা,
আমি রাত জেগে করি পায়চারি না,
আমি হোতে চাই ঘোর সংসারী না,
আমি রেগে গেলে কিছু ছুঁড়ে মারি না,
আমি হেরে যাই তবু হাল ছাড়ি না।

Pari Na Lyrics in Bengali

Keno Parina,
Ami raat jege kori paaychari na
Ami hote chai ghor songsari na
Ami rege gele kichu chure marina
Ami here jai tobu haal chari na


Song  Name :
Pari Na
Singer Name :      
Anupam Roy
Lyrics Written by :                 
Anupam Roy            
Directed By : Haranath Chakraborty
Film : Bhootchakra Pvt. Ltd
Produced by : Surinder Films Pvt. Ltd.

Leave a Comment