Ghure Takao Lyrics | ঘুরে তাকাও লিরিক্স | Anupam Roy | ShahJahan Regency
Song: Ghure Takao
Singer: Anupam Roy
Languge: Bengali
Song: Ghure Takao
Singer: Anupam Roy
Languge: Bengali
Ghure Takao Lyrics in Bengali
শুনে দেখো গান আমার
হয়তো ভালো লেগে যেতে পারে ।
একটু সময় দিতে হয়
বদলে যেতে পারে তোমার কান ।
তোমার জানলায় উড়ুক
নতুন এক নিশান ।
হয়তো ভালো লেগে যেতে পারে ।
একটু সময় দিতে হয়
বদলে যেতে পারে তোমার কান ।
তোমার জানলায় উড়ুক
নতুন এক নিশান ।
হেঁটে দেখো পথ আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে ।
বৃষ্টি ভেজা অন্ধকার,
ছাতিম ফুলের গন্ধে বেসামাল ।
কেন ফালতু ভেবে হচ্ছো নাজেহাল ।
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং ।
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুটি ছাড়াই শীতের দিনে ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
থেকে দেখো ঘর আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে ।
এক বালিশেই স্বপ্ন হোক
আয়না কোণে থাকুক তোমার টিপ ।
আমায় শাসন করুক তোপার চুলের ক্লিপ ।
ছুঁয়ে দেখো হাত আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে ।
এই শরীরে ঢেউ ওঠে,
ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়?
একটা সুযোগ দিয়ো তাই আমায় ।
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং ।
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুটি ছাড়াই শীতের দিনে ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
হেঁটে দেখো পথ আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে ।
বৃষ্টি ভেজা অন্ধকার,
ছাতিম ফুলের গন্ধে বেসামাল ।
কেন ফালতু ভেবে হচ্ছো নাজেহাল ।
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং ।
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুটি ছাড়াই শীতের দিনে ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
থেকে দেখো ঘর আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে ।
এক বালিশেই স্বপ্ন হোক
আয়না কোণে থাকুক তোমার টিপ ।
আমায় শাসন করুক তোপার চুলের ক্লিপ ।
ছুঁয়ে দেখো হাত আমার,
হয়তো ভালো লেগে যেতে পারে ।
এই শরীরে ঢেউ ওঠে,
ভাসিয়ে নিয়ে যাবে কি তোমায়?
একটা সুযোগ দিয়ো তাই আমায় ।
এসো ডাইনিং টেবিলে খেলি পিংপং
বোকা মন খারাপের লিখি থিম সং ।
ছাদে পা ছড়িয়ে, রোদে পিঠ ঠেকিয়ে
সবুজ কড়াইশুটি ছাড়াই শীতের দিনে ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
ওওওওওও
ঘুরে তাকাও ।
Ghure Takao Lyrics in English
Shune dekho gaan amar
Hoytoh bhalo lege jete pare
Ektu somoy dite hoy
Bodle jete pare tomar kaan.
Tomar janlai uruk
Notun ek nishan.
Hente dekho poth amar
Hoytoh bhalo lege jete pare.
Bristi bheja ondhokar
Chatim phool er gondhe besamal.
Keno faltu bhebe hochho najehal.
Esho dinning table a kheli ping-pong
Boka mon kharaper likhi theme song.
Chade paa choriye, roude pith thekiye
Sobuj koraishuti charai sheeter dine.
Ooooooo
Ghure takao.
Ooooooo
Ghure takao.
Theke dekho ghor amar
Hoytoh bhalo lege jete pare.
Ek balishei swopno hok
Aayna kone thaku tomar tip.
Amai shashon koruk tomar chul er clip.
Chuye dekho haat amar
Hoytoh bhalo lege jete pare.
Ei shorire dhew othe
Bhasiye niye jabo ki tomay?
Ekta sujog diyo tai amai.
Esho dinning table a kheli ping-pong
Boka mon kharaper likhi theme song.
Chade paa choriye, roude pith thekiye
Sobuj koraishuti charai sheeter dine.
Ooooooo
Ghure takao.
Ooooooo
Ghure takao.
Theke dekho ghor amar
Song Name : |
Ghure Takao |
Singer Name : |
Anupam Roy |
Lyrics Written by : |
Anupam Roy |
Directed By : | Srijit Mukherji |
Label : | SVF Music |
Movie : | Shah Jahan Regency |