Gas Ballon Lyrics | গ্যাস বেলুন লিরিক্স | Anupam Roy | Vinci Da
Singer: Anupam Roy
Gas Balloon Lyrics in Bengali
নীল সেলুন মুখ ঘুরিয়ে নিলে
কোথায় যাবো বলে দাও ।
এখন স্টেশনে থামেনা ঘুম রোজ
ভাবছি শুরু করবো কম্পোজ
কি করি ঠিক তুমি বলে দাও ।
আমার এ পাগলামি,
কোলে তুলে নাও ।
কবিতা দিয়ে ট্রামলাইন সাজাও ।
পকেটে লুকোনো ঝুটো তলোয়ার
চৈত্র সেলে কিনো চটি শালোয়ার ।
যতবার তোমার পাড়ায় গিয়ে
অলিগলি মাপি;
আশ্বস্তিতে দশবার গিলি ঢোক ।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে
নেমে আসে সেই বেঁটে, মোটা, কালো লোক ।
লোডশেডিং এ হাত-পা ধুয়ে
ঝাল, নুন, পেয়ারার গুঁড়ি ছুঁয়ে
ফিরবো কিনা তুমি বলে দাও ।
ভাতের ফ্যান উপচে পড়ুক
কোকের ক্যান ঘামতে থাকুক
কোনটা আগে তুমি বলে দাও।
আমার এ পাগলামি,
কোলে তুলে নাও ।
কবিতা দিয়ে ট্রামলাইন সাজাও ।
পকেটে লুকোনো ঝুঠো তলোয়ার
চৈত্র সেলে কিনো চটি শালোয়ার ।
যতবার তোমার পাড়ায় গিয়ে
অলিগলি মাপি;
আশ্বস্তিতে দশবার গিলি ঢোক ।
ততবার তোমার স্বপ্নের সিঁড়ি বেয়ে নেমে আসে
নেমে আসে সেই বেঁটে, মোটা, কালো লোক ।
Gas Balloon Lyrics in English
Gas Ballon Sob uriye diley
Neel saloon mukh ghurie niley
Kothay jabo bole dao.
Ekhon station a thamena ghum roj
Bhabchi shuru korbo compose
Ki kore thik tumi bole dao.
Amar a paglami
Koley tule nao
Kobita diye tramline sajao.
Pocket a lukono jhuto tolowar
Chaitra sale a kino choti shalowar
Jotobar tomar paray giye
Oligoli mapi;
Aswosti te doshbar gili dhok.
Totobar tomar swopner sinri beye nemey asey
Nemey asey sei bente, mota, kalo lok.
Loadshedding a haat paa dhuye
Jhal noon peyarar gunri chuye
Phirbo kina tumi bole dao.
Bhaater fan upche poruk
Coke er can ghamte thakuk
Konta agey tumi bole dao.
Song Name : |
Gas Balloon |
Singer Name : |
Anupam Roy |
Lyrics Written by : |
Anupam Roy |
Directed By : | Srijit Mukherji |
Label : | SVF Music |
Movie : | Vinci Da |