Tumi Ja Cheye Acho akash bhore Lyrics | তুমি যে চেয়ে আছো আকাশ ভরে লিরিক্স | Singer Susmita Patra | Rabindrasangeet
Singer: Susmita Patra
Languge: Bengali
Tumi Ja Cheye Acho akash bhore Lyrics
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে,
তুমি যে চেয়ে আছ আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে।
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
আমি চোখ এই আলোকে মেলবো যবে
তোমার ওই চেয়ে দেখা সফল হবে,
এ আকাশ দিন গুনিছে তারই তরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
ফাগুনের কুসুম-ফোটা হবে ফাঁকি
আমার এই একটি কুঁড়ি রইলে বাকি,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
সেদিনে ধন্য হবে তারার মালা
তোমার এই লোকে লোকে প্রদীপ জ্বালা,
আমার এই আঁধারটুকু ঘুচলে পরে।
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে
নিশিদিন অনিমেষে দেখছো মোরে
তুমি যে চেয়ে আছো আকাশ ভরে।।
Tumi Ja Cheye Acho akash bhore Lyrics
Tumi je cheye acho akash bhore
Nishidin animeshe dekhcho morey
Ami chokh ei aloke melbo jobe
Tumi je cheye acho akash bhore
Faguner kusum fota hobe faki
Sedine dhonno hobe tarar mala
Amar ei andhartuku ghuchle pore
Tumi je cheye acho akash bhore
Nishidin animeshe dekhcho morey
Tumi je cheye acho akash bhore.
Song Name : |
Tumi Ja Cheye Acho akash bhore |
Singer Name : |
Susmita Patra |
Lyrics Written by : |
Rabindranath Tagore |
Music Designed By : |
Sandipan Ganguly (Bublu) |
Label : | SVF Devotional |
Taal : | Dadra |