Ei Kothati Mone Rekho Lyrics | এই কথাটি মনে রেখো লিরিক্স | Rabindrasangeet

 Ei Kothati Mone Rekho Lyrics | | এই কথাটি মনে রেখো লিরিক্স   | Rabindrasangeet 

Song: Ei Kothati Mone Rekho
Singer: Pratima Banerjee
Languge: Bengali
 

 Ei Kothati Mone Rekho Lyrics 

এই কথাটি মনে রেখো
তোমাদের এই হাসিখেলায়,
এই কথাটি মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
মনে রেখো,
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়,
মনে রেখো, এই কথাটি মনে রেখো।।

শুকনো ঘাসে শূন্য বলে
আপন-মনে,
অনাদরে অবহেলায় গান গেয়েছিলেম
মনে রেখো,

আমি যে গান গেয়েছিলেম মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো,
এই কথাটি মনে রেখো।।

দিনের পথিক মনে রেখো
আমি চলেছিলেম রাতে,
সন্ধ্যাপ্রদীপ নিয়ে হাতে।

যখন আমায় ও-পার থেকে
গেলো ডেকে,
ভেসেছিলেম ভাঙা ভেলায়
গান গেয়েছিলেম,
মনে রেখো,

আমি যে গান গেয়েছিলেম মনে রেখো
আমি যে গান গেয়েছিলেম
জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো,
এই কথাটি মনে রেখো।।


Song  Name :
Ei Kothati Mone Rekho
Singer Name :               
Pratima Banerjee
Lyrics Written by :                 
Rabindranath  Tagore             
Directed By : Pinaki Mukherjee
Label : Saregama India Ltd                                    
Dop: Subhadeep Bag

Leave a Comment