Bishonno Chimney Lyrics | বিষণ্ণ চিমনি লিরিক্স | Arijit Singh | Bornoporichoy
Song: Bishonno Chimney
Singer: Anupam Roy
Languge: Bengali
Bishonno Chimney Lyrics in Bengali
ঘুম কেড়ে নেওয়া গান,
শুনিয়ে যায় আবার, সে আমায়..
আমি শূণ্যে হাত বাড়াই,
ধূসরে ছুটে যাই,
ঝরা পাতার ডাকে,
আমি ঘর ছাড়া কি তাই।
এখন কোথায় যাবো বলো?
তাকে কোথায় পাবো বলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এই আকাশ ক্রমশঃ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
এই রোদ পোড়া দেশে,
এলাম অবশেষে,
আমি ঘূর্ণি ঝড়ের চোখ খুঁজে পাই।
আমি পা টিপে হাঁটি,
যাতে না কাঁপে মাটি,
তবু চোখ খুলেছি যেই আমি অন্ধ হয়ে যাই।
এখন কোথায় যাবো বোলো?
তাকে কোথায় পাবো বোলো?
সে কি রাজধানী পাল্টে ফেলেছে?
আর কেউ নেই দাঁড়িয়ে জানলায়।
এ আকাশ ক্রমশ ঢেকেছে,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়।
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়,
বিষণ্ণ চিমনির ধোঁয়ায়..
Bishonno Chimney Lyrics in English
Ghum kede newa gaan
Suniye jaaye aabar sey amay
Ami sunle haath badai
Dhusore chhute jaayi
Jora patar daake
Ami ghor chada ki paayi
Akhon kothayi jabo bolo
Kaake kothay paabo bolo
Akhon kothayi jabo bolo
Kaake kothay paabo bolo
Sey rajdhani palte pheleche
Aar keu nai dariye janlaaye
Ae akash kromosho dhekeche
Bishonno chimney’r dhuwan
Bishonno chimney’r dhuwan
Bishonno chimney’r dhuwan
Bishonno chimney’r dhuwan…
Song Name : |
Bishonno Chimney |
Singer Name : |
Anupam Roy |
Lyrics Written by : |
Rabindranath Tagore |
Directed By : | Mainak Bhaumik |
Label : | SVF |
Movie : | Bornoporichoy |